Skip to main content

রবি ঠাকুরের সময় এসেছিল স্প্যানিশ ফ্লু, ১৯১৮ থেকে ১৯২০ সে দাপিয়ে বেড়িয়েছিল। ১৮ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল শুধুমাত্র ভারতেই নাকি। রবীন্দ্রনাথ কিভাবে সামলেছিলেন? বিশ্বভারতী গড়ে উঠছে, হাজার একটা সমস্যা তো আছেই, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি। তার মধ্যে এই অতিমারী। 

    রবীন্দ্রনাথ চিঠিতে নিজের তৈরি একটা পাঁচনের উল্লেখ করছেন জগদীশ বাবুর কাছে। যে পঞ্চতিক্ত পাঁচনের গুণেই হয় তো 'হাঁসপাতালের' সব আসন শূন্য হয়ে পড়েছিল। কি সে পাঁচন সে নিয়ে কোনো গবেষণা আছে কিনা জানি না। কিন্তু চিঠিদুটো সেই সময়ের একটা টুকরো ছবি তো বটেই। চিঠিগুলো দিয়ে রাখলাম। একটি তারিখহীন চিঠিতে যদিও লিখছেন, "আমি ত জ্বর প্রভৃতি নিয়ে এসে এখন বেশ সুস্থ হয়ে উঠেছি - ওজন প্রায় ৩ সের বেড়েছি"। তবে কি ওনারও একই জ্বর এসেছিল?

 

spanish