কহিলেন লোকনাথ
রবি ঠাকুরেরে
তোমাতে আমাতে মিল
বেশ দেখি যে হে
তিরোধান দিবস স্মরি
বাঙালির প্রাণ
কিবা যোগে করে সবে উৎসব মহান
রবি ঠাকুর কহে
ওহে সাধক মহান
নির্ভুল কহিয়াছ দেব
করি অনুমান
তুমি নাশো বাঙালির
বিপদ শমন
আমি নাশি বাঙালির
মন হুতাশন
ভয় হয় কোনদিন বাঙালিরকূল
বক্ষ চাবাড়ি নামে পথে বিলকুল
"হা রবি ঠাকুর, হা লোকনাথ" কহি
কেহ বা পথ মধ্যে দেয় গড়াগড়ি
হাসি কহে লোকনাথ
তাও যদি হয়
মনের মাঝেতে কিছু বিস্ময় না লয়
ভক্তের দারুণ প্রাণ
উৎসব লোলুপ
আপনারে উঘাড়িয়া ঢালে ভক্তিসুখ
তারপর দুর্বল, নিস্তেজ পরাণ
কোন্দল, তর্কাতর্কি,
একে অন্যে বংশ প্রদান
ছবি হয়ে লখি সব
ছাড়ি দীর্ঘশ্বাস
তুমিও বা কিবা কবে
সবই কর্মফাঁস
রবি ঠাকুর কহে
সেই হয় কথা
ছল চাতুরী বেড়ি
খাইয়াছে মাথা
এবে কিছু সোজাসুজি নাহে সুঝে মনে
সর্বস্ব হরিয়া নিল অলসপরানে
লোকনাথ রবিঠাকুর সংবাদ
এইখানে ইতি
ভনে সৌরভ শর্মা
সদা দুষ্ট মতি