Skip to main content
রাত অনেক হল
   না তুমি আসবে
      না তো আসবে ঘুম
 
দুটো চোখের পাতা
   একে অন্যের দিকে তাকিয়ে তাকিয়ে 
      রাত কাটিয়ে দেবে
        তবু এক হবে না,
 
বন্ধ দরজার পাল্লা দুটো থাকবে উৎসুক 
  তোমার হাতের টোকা, 
    তোমার পায়ের শব্দ
      বুকের ভিতর এক চিলতে আগুন
        নিভেও নিভবে না

Category