Skip to main content

আচ্ছা এমন হতেও তো পারে। বহু যুগ আগে এমনি কোনো হেমন্তের সন্ধ্যায় কবি বসেছেন তাঁর কুটিরের আঙিনায়, কিছুটা অন্যমনস্ক যেন তিনি। মৃদু বাতাসে উড়ছে তাঁর উত্তীয়।

এমন সময়ে  আকাশে উদিত হল পূর্ণচন্দ্র। চারিদিক আলোকিত হল স্বর্গীয় আভায়। কবির মন রোমাঞ্চিত হল কারোর দিব্য স্পর্শে। তিনি চারিদিক তাকালেন চেয়ে। মুগ্ধ তাঁর দৃষ্টি। দেখলেন সাদা মখমলের চাদরে ঢাকা প্রকৃতিকে, আর দেখলেন আকাশে বিভিন্ন উজ্বল নক্ষত্রের মধ্যে পূর্ণ শ্বেতশুভ্র চন্দ্রকে। সব যেন তাঁকে ঘিরে তাঁকে নিয়ে বিরাজমান। তাঁর মন সিক্ত হল। তিনি চোখ বুজলেন, হলেন ধ্যানমগ্ন।

সেই ধ্যানে তিনি দেখলেন, যেন অসীম তার সমস্ত সৌন্দর্য্য নিয়ে এক অপরূপ রূপ ধারণ করে দাঁড়িয়েছেন তাঁর চিত্তে। অপরদিকে বাইরের এই স্নিগ্ধ প্রকৃতির সাথে তাঁর ভক্তি বিহ্বল মানস প্রকৃতি সব মাধুর্য্য নিয়ে সেই অসীমের সাথে মত্ত হয়েছেন মধুর লীলায়। অনন্ত সৌন্দর্য্যের সাথে পার্থিব মাধুর্য্যের এই লীলাই যেন কবির চিত্তে রূপ নিল রাসলীলা রূপে।

হতেও তো পারে!

 

Category