Skip to main content



অনেকদিন গলিপথে হেঁটেছি
এ গলি সে গলি দিয়ে হাঁটতে হাঁটতে
মনে হয়েছে, এই গলিটাই বুঝি রাজপথ!
ভুল ভেঙেছে, আবার হেঁটেছি জোরে
আরো জোরে।



আজ সত্যি রাজপথে দাঁড়িয়ে
দেখছি সব গলিগুলোই এসে মেশে শেষে রাজপথে
কোনোটা সোজাসুজি, কোনোটা বা একটু ঘুরে
অন্ধগলি অন্ধ হলেই শুধু মেলে
না হলে সেরকম কিছু নেই তো আদতেই
সব গলিই চলে, যে চলতে চায় তাকে নিয়ে
রাজপথের দিকে।


(ছবিঃ রিপ্পল চক্রবর্তী)

Category