সৌরভ ভট্টাচার্য
25 May 2018
রাত দশটা আঙুল দিয়ে বুকে আঁচড় কাটে
চিড়বিড় করে ওঠে পাঁজরগুলো
একটা আধমরা মথের মত কিছু
প্রবল আক্রোশে ডান ঝাপটায়
ফড়ফড় ফড়ফড় করে
গলায় জল ঢালি
ভাবি যদি বুক অবধি নামে,
জল নামতে নামতে শুকিয়ে যায়
রাত ক্রমশঃ গভীর হয়
ডুবুরিরা এক এক করে নামে
রুদ্ধশ্বাসে অপেক্ষা করি
আজ কোন ধ্বংসস্তূপ উদ্ধারের পালা?