Skip to main content


রাত দশটা আঙুল দিয়ে বুকে আঁচড় কাটে
চিড়বিড় করে ওঠে পাঁজরগুলো

একটা আধমরা মথের মত কিছু
প্রবল আক্রোশে ডান ঝাপটায় 
   ফড়ফড় ফড়ফড় করে

গলায় জল ঢালি
  ভাবি যদি বুক অবধি নামে,
জল নামতে নামতে শুকিয়ে যায়

রাত ক্রমশঃ গভীর হয়
ডুবুরিরা এক এক করে নামে
রুদ্ধশ্বাসে অপেক্ষা করি
 আজ কোন ধ্বংসস্তূপ উদ্ধারের পালা?

Category