Skip to main content
 
আমি শ্রীযুক্ত অনুকূলচন্দ্রের কয়েকটা কবিতা পোস্ট করাতে, আমাকে একজন 'চলার সাথী' বইটা পড়ে দেখতে বলেন। সেটা পড়তে গিয়ে 'বহুগামিতা' তত্ত্বে ঠেক খাই। স্মরণীয় বর্তমান ভারতীয় সংবিধান ধারা 494 ও 495 অনুযায়ী হিন্দু বিবাহ আইনে বহু বিবাহ দণ্ডনীয় অপরাধ। অথচ এই বইটা সংস্করণের পর সংস্করণ কি ভাবে হচ্ছে আর প্রচারিতই বা কোন আইন অনুসারে হচ্ছে? 
কারোর ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য এ পোস্ট নয়। "যাই কেন কর না, তার ভিতর সত্য দেখতে চেষ্টা কর। সত্য দেখা মানেই তা'কে আগাগোড়া জানা, আর তাই জ্ঞান" (সত্যানুসরণ)।
ফেসবুকে অনেক গুণীজ্ঞানী ব্যক্তি আছেন। তাদের সুবিবেচিত মতামত জানার জন্যই এই পোস্ট। সত্যটা কি তবে?
অনুগ্রহ করে সমর্থন করছেন কি করছেন না, কিম্বা, হ্যাঁ বা না কিছু একটা লিখুন। নইলে শুধু like দিলে confused হব।