Skip to main content

একটা হাঙর সেদিন সমুদ্রের তলায় ভাসতে ভাসতে বলছিল, আমি সমুদ্র মানি না। আমি ডাঁয়ে বাঁয়ে উপরে নীচে সর্বত্র ঘুরে এসেছি ভায়া। সমুদ্র বলে কিছু নাই।
একটা মাছ সেদিন সমুদ্রের তলায় একটা মরা ঝিনুকের খোলে সমুদ্রের জলে সমুদ্রের জল রেখে বলছিল, এই আমার সমুদ্র। বাকি সবটা মিথ্যা!

একজন কিশোর সেদিন সমুদ্রের পাড়ে বসে একটা আধখানা ডাবের খোলায় সমুদ্রের জল ভরে খেলছিল।

কে তাকে জিজ্ঞাসা করল, এই কি তোর সমুদ্র?
সে বললে, না গো, এ আমার সমুদ্র না, তবে এ আমার সেই সমুদ্রের জল। সে সমুদ্র পূর্ণ। তার সাথে খেলি, সে সাধ্য কি! এ আমার খেলার সাথী, সেই সমুদ্রের বিন্দু, তার অংশ।