আমার যাতায়াতের খবর তুমি রাখোনি কোনোদিন
আমার ছায়া তোমার বাড়ির সামনের রাস্তাটায় পড়েছে কতবার
ধুলোর সাথে লুটিয়ে ফিরে এসেছে আবার আমার পিছু পিছু,
সেই ধুলোয় আছে হয় তো তোমারও পায়ের ছাপ।
আমার চোখ কতবার পড়েছে তোমার মুখে
ছদ্ম উদাসীনতায় তোমার চোখের তারায় রেখেছি চোখ
শরতের সাদা মেঘের দল ছুটিয়ে
হঠাৎ শ্রাবণ নেমেছে আমার মনে,
তুমি এসব কিছুই বোঝোনি
তুমি দেখেছো আমায় না তাকিয়ে কতবার!
দৃষ্টিতে এসেছি অনেকবার, খেয়ালে আসিনি কখনো।
মনে মনে ভেবেছি, কি দুর্লভ প্রেমকে তুমি হারালে হেলায়,
গভীর মনে জেনেছি, এ নিছক সান্ত্বনা বই আর কিছুই নয়
তোমার যোগ্য আমি কোনো জন্মে হই -
এমন ভাবনা রামধনুর মত অধরা আমার,
তবু জলভরা মেঘের প্রার্থনা করেছি বারবার।
আজ কত বছর হল
বসন্ত বর্ষা এখন ক্যালেন্ডারের কালো অক্ষরে মিশে।
তুমি কোথায় জানি না
তবু মাঝরাতে হঠাৎ জেগে উঠে
ভাবিনি যে তোমায় তা তো নয়!
আজও তো মনে পড়ে
শরতে হারানো শিউলির মত
সৌরভ আসে মনের দক্ষিণ জানলা খুলে
ভরা শ্রাবণে।
সে রামধনুটা নেই। তবু জলভরা মেঘের দিকে চাইলে মনে হয় -
এই ভালো, তোমায় না পেয়েই যেন পেয়েছি তোমায় অশেষ করে।
গভীর মনে যদিও জানি -
না, এ সান্ত্বনা নয়
এ আমার পুরস্কার
তোমায় গভীরভাবে অলক্ষ্যে ভালোবাসার,
তুমি না জানো না, নাই বা জানলে,
তবু আমরা আছি, একই সাথে আছি
আমাতে তোমাতে মিশিয়ে গিয়েছে সব
এই আমার পুরস্কার
সারাটা জীবন শুধুই তোমায় চাওয়ার পুরস্কার