Skip to main content

এক একটা সময় তো আসবেই

  যখন সব কিছু মিথ্যা মনে হবে

       মনে হবে সবটুকু সাজানো

              অর্থহীন। মতলবী।

 

যেন দশদিক

   সব খালি খালি,

     নিজেকে মনে হবে

        পৃথিবীর সব চাইতে বড় বোকা

               শুধু ঠকে গেছি

                 শুধু অভিনয় করে গেছি

 

আসলে

এ পুনর্নির্মাণের সময়

কিছু একটা হচ্ছে

     গভীরে,

হয় তো কোনো আঘাতের মেরামত হচ্ছে

     কিম্বা কোনো হতাশার শুশ্রূষা চলছে

         কিম্বা হয় তো

     নীড়ের সব শুকনো ডালপালা-পাতা ইত্যাদি ফেলে

     আবার নতুন করে ঘর সাজানো চলছে

 

সময়ই তো আবর্জনা বানায়

       আবার সেই তো সরায় আবর্জনা

 

অনেক প্রাণী যেমন খোলস বদলায়

    তেমন মনও,

       বহুবার খোলস বদলায়

           আবার নতুন হবে বলে

 

এই সময়টা বড় কঠিন, রুক্ষ, বেদরদী

    বড় সুরক্ষিত নয়

 

একটু সাবধানে থেকো

    নিজেকে দেখে রেখো

 

সব ঠিক হয়ে যাবে আবার

    এ শুধু সময়

        পুনর্নির্মাণের সময়

              খোলস বদলের সময়

Category