Skip to main content

        প্রতিটা মানুষের পরিস্থিতি আলাদা, আর সেই পরিস্থিতির সাথে বোঝাপড়া করার রীতিটাও আলাদা। এমনকি দেখেছি একই পরিস্থিতিকে রাম শ্যাম যদু মধু এক এক রকমভাবে সামাল দেয়। 
        সমস্যাটা কোথায় হয় জানেন, যখন আমি ভাবি আমি যেমনভাবে কোনো একটা পরিস্থিতি সামলাই, রাম শ্যামও সেইভাবেই সামলাবে। এতেই গোল বাধে, ভুল বোঝাবুঝি হয়, ইগোর লড়াই হয়। 
        তার চাইতে যদি নিজের মনকে বুঝিয়ে দিই যে, দেখো বাপু এক একটা মানুষের এক এক পরিস্থিতি, তার সাথে সে তার মতন করে লড়ছে, তার যেটা বেস্ট মনে হয়েছে সেইভাবেই লড়ছে, তবেই ল্যাঠা চুকে যায়। তাকে তার জায়গায় তার মতন করেই যেন মেনে নিই, ব্যস! আর কি!