sumanasya
27 February 2024
শুধু এইটুকু হোক
সামনে এসে দাঁড়ালে
তোমার প্রয়োজনটাও
আমার প্রয়োজনের পাশাপাশি
প্রতিফলিত হোক
শুধু এইটুকু হোক
পাশে এসে বসলে
তোমার যা কিছু খামতি
তার পাশাপাশি
যা কিছু খামতি আমারও
তাও প্রতিফলিত হোক
শুধু এইটুকু হোক
সাহায্যের হাত বাড়াই যখন
অহমিকা না,
প্রাণে বয়ে যায়
যে প্রসন্নতার ধারা
শুধু সে শান্তিই প্রতিফলিত হোক
শুধু এইটুকু হোক