Skip to main content

শুধু এইটুকু হোক

সামনে এসে দাঁড়ালে

তোমার প্রয়োজনটাও

আমার প্রয়োজনের পাশাপাশি

প্রতিফলিত হোক

 

শুধু এইটুকু হোক

পাশে এসে বসলে

তোমার যা কিছু খামতি

   তার পাশাপাশি

যা কিছু খামতি আমারও

তাও প্রতিফলিত হোক

 

শুধু এইটুকু হোক

সাহায্যের হাত বাড়াই যখন

অহমিকা না,

 প্রাণে বয়ে যায়

      যে প্রসন্নতার ধারা

        শুধু সে শান্তিই প্রতিফলিত হোক

শুধু এইটুকু হোক

Category