Skip to main content

দুর্বল ভঙ্গুর মন
তায় আলাদিনের দৈত্যের দাপট
ছিন্নভিন্ন মেঘ চিন্তারা
  শিশির ভেজা সকালে 
     সস্তা সাদা কেডস পরে বলে
         "চল বেড়িয়ে আসি, বেশিদূর যাব না"

বেড়াতে বেড়াতে 
  পিচে মোড়া, গেল বর্ষায় ভাঙা রাস্তাই যমুনা
     ইলেক্ট্রিকের পোল কুতুবমিনার 
        প্রতিবেশীর অতিপরিচিত পাঁচিল 
        তাজমহলের সাদা আভিজাত্যপূর্ণ গা

যেতে যেতে চোখে পড়ে 
  ধাতব বৈদ্যুতিক তারে বসা ঈষৎ হলুদসোহাগী খঞ্জনা
     ওই তো প্রেম!
  অল্পতেই উড়ে যেতে পারে
     তবু ভীরু কাজলের প্রশ্রয়ে
          মরণাকাঙ্ক্ষী চোখে চোখ রাখা

হাঁটতে হাঁটতে 
 কুয়াশা লুণ্ঠিত 
 যৌবনব্যাপী উপবনকে বলা 
    'এখনই অন্ধ বন্ধ কোরো না পাখা'

Category