Skip to main content

প্রশ্ন করতে বারণ কোরো না
   হারিয়ে যাবে

যেমন হারিয়ে গেছে
   অনেক দেবতা
    অনেক ধর্ম
    সমাজের অনেক
       তথাকথিত অভিভাবক

প্রশ্ন শুনতে ভয় পেয়ো না
 মিলিয়ে যাবে অস্তিত্বের সংকটে

        প্রশ্ন -
  আমার জন্মগত না
      প্রাক্-জন্ম অধিকার

নিজের কাছে
     তোমার কাছে
           কালের কাছে

Category