সৌরভ ভট্টাচার্য
9 July 2015
অনেকদিন প্রণাম করিনি
না নীচু হয়ে হয়ে কোমরটা এমন শক্ত হয়েছে -
কার সাধ্যি তাকে নীচু করে!
মাথাটা ঘাড়ের উপর সোজা রাখতে রাখতে
ভুলেই গেছি
কিছু জায়গায় মাথা না নীচু করলে
মাথাটা ভারী হয় বড্ড
জগদ্দল পাথরের মত,
ঘাড়ে ব্যাথা করে
অহংকারের গাঁটগুলো টাটায়।
আমায় নীচু করো একটু,
সোজা থাকাটা গাছের মত না হয়ে
বেঁচে থাকাটা ঘাসের মত হোক,
মাটির গন্ধ পাই নাকে,
প্রাণটা জুড়াক।