Skip to main content

প্রতিটা ধর্মের নিজস্ব মেনুকার্ড আছে। তাই রসনার ধার বোধের ধারের থেকে প্রবল।
প্রতিটা ধর্মের নিজস্ব কিছু বিধান আছে। তাই অনুকরণের মোহ চিন্তার পূণ্যের থেকে প্রবল।
প্রতিটা ধর্মের নিজস্ব এক স্রষ্টা আছে। তাই একটা বিশ্বকে বহুখণ্ডিত করতে লেগেছে বিদ্বেষ, যা প্রেমের চেয়ে প্রবল।
প্রতিটা ধর্মের নিজস্ব কিছু ভুল আছে। তাই তাকে ঢাকতে আলোর চেয়ে অন্ধকারের দরকার হল প্রবল।
প্রতিটা ধর্মের একটা প্রধান সুর আছে - ক্ষমতার দর্প। তাই ভালোবাসার রঙ ছাপিয়ে পতাকার রঙ হল প্রবল।

Category