Skip to main content
 
        প্রতিটা শব্দের অর্থ অভিধান দেখে আলাদা করে বুঝে নিই। যাতে সে শব্দের সোজাসুজি অনুভবকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে বলতে পারি, তুমি ভুল শুধু নও, প্রবঞ্চক!
 
        এরকম ভাবে কত শব্দের কত অর্থ করলাম, দেখলাম, শিকার হলাম, শিকার করলাম। যেমন সেদিন ভালোবাসার অনুভবকে অভিধান দেখিয়ে বললাম, তোমার অর্থ আনত শরীর। 
        একদিন ঈশ্বরের অর্থ করলাম কাল্পনিক স্রষ্টা, জাগ্রত চেতনার অনুভবকে বললাম, থু!