বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছিলাম। এখন মনে হল ব্যপারটা সামনেই আনা ভালো। নিশ্চয়ই অনেকেই এতদিনে খেয়াল করেছেন, অথবা আবছা আবছা সন্দেহ করেছেন। ফেসবুক, ইউটিউব এরা সব আপনার আমার ফোনে আড়িপেতে বসে থাকছে। কেমন করে? টাটকা ঘটা ঘটনাটা শুনুন।
আমি পোস্টটা লিখছি যখন ঘড়িতে বাজে রাত ১২.১০। খানিক আগেই আমার এক বন্ধুর সঙ্গে বাঁকুড়া বিষ্ণপুর বেড়াতে যাওয়া নিয়ে গল্প করছিলাম। মানে আমরা যখন গিয়েছিলাম কি কি দেখেছিলাম ইত্যাদি। তার সঙ্গে কথা বলা শেষ করে ফোন রাখার কিছুক্ষণ পরেই আমার ফেসবুকে এই বিজ্ঞাপনটি এলো। অর্থাৎ আমাদের ফোনে আড়ি পাতা হচ্ছে। আপনি হাজার চেষ্টা করেও এটা বন্ধ করতে পারবেন না। এরকম ঘটনা অনেকবার হওয়াতে আমার নজরে আসে ব্যাপারটা। আমি আমার বন্ধুবান্ধবদের খেয়াল করতে বলি। অনেকেরই চোখে পড়ে।
আগে কি হত, আপনি গুগুলে কিছু সার্চ করলে সেটা নিয়ে নানা বিজ্ঞাপন আপনার ফেসবুকে চলে আসত। এখন আরো এক ধাপ এগিয়ে। আপনি কি বলছেন সব তারা শুনছে আড়িপেতে। আজ হোয়াটসঅ্যাপের প্রাইভেসি নিয়ে যে তর্জা চলছে সে তো নস্য। আমরা আসলে বাজারে প্রতিদিন বিকিয়ে যাচ্ছি। নিজের অজান্তেই।