অনেককে দেখেছি, প্রেমটাকে বিয়েবাড়ির মেনু কার্ডের মত বানিয়ে ফেলেছে। এটার পর ওটা আসবে, সেটার ওটা হবে। এইসব ভেবে লালা চুকচুক জিভে পাত পেড়ে বসে থাকে। একটু এদিক ওদিক হল কি, অমনি গোঁসা। যা দিয়েছে তার হিসাব কষে মনে মনে অভিমানের লুচি ভাজবে- "ইস্, এত দামী গিফট আনাটা কি ঠিক হল! এতো সেরকম কিছুই আয়োজন নেই দেখছি!"
অনেকের প্রেম আবার ইনস্যুরেন্সের কাগজের মত। কিছু বেচাল বলেছ বা করেছ কি, অমনি কবে কত প্রিমিয়াম ভরা হয়েছে, তার হিসাব নাকের ডগায় ঝুলিয়ে দেবেন। বুঝুন ঠেলা এবার!
কিছু প্রেম ধার দেওয়ার মত। আপনাকে মাসে মাসে সুদের টাকা গুনে দিয়ে আসতে হবে। যদি পারেন তো সব ঠিকঠাক, আর না পারেন তো বাড়ির কাক-চিল শুধু না, টিকটিকি, মাকড়সা পর্যন্ত্য ঘেমে নেয়ে পালাবার পথ পাবে না, হুম!
কিছু প্রেম BSNL কানেকশানের মত। কখন কোন সময়ে ঠিক কতক্ষণের জন্য পাবেন, তা ঠিক বলা যায় না। আসতেও যতক্ষণ, যেতেও ততক্ষণ, যা হোক এরই মধ্যে আপনি মানিয়ে গুছিয়ে চললে ভাল, না হলে...
কিছু প্রেম, কালীপূজোর প্যাণ্ডেলে টুনি বাল্বের মত। দেখেছেন না কেমন জ্বলে- নেভে, আবার জ্বলে-নেভে। সেরকম আপনাকেও থেকে থেকেই I LOVE U বা 'ভীষণ ভালোবাসি' ইষ্টমন্ত্রের মত তাঁর কর্ণকুহরে শোনাতে হবে। না হলেই তাঁর মনে সন্দেহ.. দ্বন্দ্ব... ফের কাক চিল মাকড়সা টিকটিকি...
এগুলো ঠিক কি জাতীয় প্রেম মনোবিদদের ভাবার বিষয়। সে নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এর নিদর্শন চারিদিকে দেখে দেখে, 'প্রেম' শব্দটা শুনলেই পিলে চমকে যায়, কি জাতীয় হইবেক? এই আশঙ্কায়!
তাই বলি, হৃদয়টাকে একটু সামলে সুমলে রাখাই ভাল। না হলে অনেকের কাছে সে বস্তুটি আজকাল 'কমোড সদৃশ হইয়াছে'। আপনার হৃদয়টাকে কমোড বানিয়ে অপকম্মটি করে চলে যাবেন, ফ্ল্যাশটুকু পর্য্যন্ত না করে। আপনি হাপুশ নয়নে ফ্ল্যাশ করবেন, কি স্মৃতিচিহ্ন হিসাবে কিছুটা রেখে নিজের ভিতরটা দুর্গন্ধে ভরাবেন সে আপনার ব্যাপার। যাই করুন বুঝে করুন...
ড্রাইভ স্লো!