Skip to main content
 
পড়ন্ত রোদে গাছের ছায়াগুলো 
       জ্যামিতির সূত্র ছাড়িয়ে লম্বা হয়ে আছে 
    গভীর প্রত্যাশার মত
 
তুমি এখনই ফিরতে বলছ?