Skip to main content


আসলে খুব খারাপ শব্দ প্রয়োগ করলেই প্রতিবাদ করা হয় না
কিম্বা গগনভেদী চীৎকার করলেও প্রতিবাদ জানানো হয়, 

তা না
       বড় জোর কয়েকটা কাল-চিল উড়তে পারে
            অজ্ঞতা বা ভণ্ডামি না

বরং অনড় দাঁড়িয়ে থাকলে
   চোখের উপর অপলক চোখ রেখে থাকলে
ক্রমে ক্রমে -
পোড়ার শব্দ শুনতে পাওয়া যায়
    ভাঙনের শব্দ শুনতে পাওয়া যায়
          দীর্ঘশ্বাস আর অনুতাপের সামুদ্রিক বাতাস অনুভূত হয়

Category