সৌরভ ভট্টাচার্য
7 September 2021
যেদিন ওর প্রথম সুগার ধরা পড়ল,
এদিকে তো মানুষটা প্রচুর খেতে ভালোবাসেন
একটু হেসে স্ত্রীকে বলেছিলেন,
"ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন"
যেদিন প্রথম পাইলস ধরা পড়ল
রক্তারক্তি অবস্থা
ঘেমে-নেয়ে টয়লেটের বাইরে এসে বলেছিলেন
করুণ হেসে
"বুঝলে গো, ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন"
যেদিন একমাত্র ছেলেটা মারা গেল
অতিমারীর প্রকোপে
মাত্র দুদিনের জ্বরে
উনি পাড়া প্রতিবেশী সবাইকে বললেন,
"ঈশ্বর পরীক্ষা নিচ্ছেন"
স্ত্রী কথা বলেন না আর
উনিও কথা বলেন না আর আগের মত
দুজনেই ঝুলবারান্দায় বসে
গোটা পৃথিবীর দিকে তাকিয়ে থাকেন
উদাসীন
আর দেখেন
ঈশ্বর সারা পৃথিবী জুড়ে
প্রশ্নপত্র হাতে দৌড়াদৌড়ি করছেন