Skip to main content

বাল্মীকি বিভ্রান্ত হইয়া তুলসীদাসকে জিজ্ঞাসা করিলেন, ভাই একটি প্রশ্ন আছে?

তুলসীদাস বলিলেন, বলো দাদা। 

বাল্মীকি উদ্বিগ্ন স্বরে কহিলেন, ভাই তুমি কি তোমার রামচরিতমানসে প্রভু শ্রীরামের কোনো নাম নেতাজী বা সুভাষ রাখিয়াছিলে?

তুলসীদাস কহিলেন, না তো দাদা। 

বাল্মীকি পুনরায় জিজ্ঞাসা করিলেন, ঠিক করিয়া ভাবিয়া বলো, কোনো সংস্করণেও বদলাইয়াছিলে কি?

তুলসীদাস বলিলেন, আমি জোর দিয়া বলিতেছি, না না না। 

বাল্মীকি বলিলেন, তবে উহারা আজ সুভাষের জন্মদিনে প্রভুর নাম লইয়া চীৎকার পাড়িল কেন?

তুলসীদাস কহিলেন, জানি না দাদা। 

বাল্মীকি কহিলেন, আচ্ছা তুলসী ভক্ত চিনিবার উপায় কি? যাহারা প্রভুর নাম করে তাহারাই কি ভক্ত?

তুলসীদাস কহিলেন, কি বলেন দাদা, অনেক পক্ষীও তো নাম রটে, আধুনিক নানা সংগীত যন্ত্রেও নাম শোনা যায়, উহারা বুলি, নাম নহে। 

বাল্মীকি কহিলেন, তবে ভক্তের লক্ষণ কি?

তুলসীদাস কহিলেন, আমি দুই ছত্রে বাঁধিয়াছি, আপনাকে অনুসরণ করিয়াই দাদা....

"সরলস্বভাব, যাহার মন কুটিলতা মুক্ত

যাহা পায় তাহাতেই তুষ্ট, সেই হল মোর ভক্ত "

বাল্মীকি বলিলেন, বুঝিলাম। 

হঠাৎ একজন আসিয়া পড়িল, বলিল আমি একখানা গল্প বলিতাম....দক্ষিণেশ্বরে....পাখিকে যতই হরিনাম শেখাও, বেড়ালে ধরিলে সেই ট্যাঁ ট্যাঁ-ই করিবে....

বাল্মীকি বলিলেন, এসো গদাধর। সর্বধর্ম সমন্বয়ের ভাব কি দেখো? ভবিষ্যৎ আছে সে দর্শনের?

রামকৃষ্ণ হাসিয়া বলিল, মায়ের ইচ্ছা দাদা...তিনি মাঝে মাঝে গুলাইয়া দিয়া মজা দেখেন....নইলে লীলা জমে না...বেঠিক মাথা চাড়া মাঝে মাঝে না দিলে যে ঠিকের মর্যাদা বোঝা দায়, তাই না? জ্বর হইলে পর বোঝা যায় স্বাস্থ্যের গুরুত্ব....

সকলে হো হো করিয়া হাসিয়া উঠিল..