Skip to main content

যতগুলো শ্বাস নিলাম বুক ভরে
   ফিরিয়ে দিয়েছি কিছু কি তার?
জমিয়ে রাখিনি কি বুকের খাঁচায়
কিছু তার লুকিয়ে এখানে ওখানে?

যতগুলো মুহুর্ত পেলাম
  ফিরিয়ে দিয়েছি কি সব তার?
লুকিয়ে রাখিনি কি কিছু তার
 বুকের কোঁচড়ে অলস শ্যাওলা জড়িয়ে?

যতগুলো প্রেমের কুঁড়ি এসেছিল
   ফিরিয়ে দিয়েছি কি সব তার ফুল ফুটিয়ে?
স্বাধীনতাকে হত্যা করিনি কি
   মুঠোর মধ্যে শক্ত করে আঁকড়িয়ে?

ওগো প্রাণময়, তুমি কি ক্ষমা করেছ গো?
   আমার লোভ, আমার দুর্বলতা, আমার অক্ষমতা?
বারবার পূর্ণ করেছ তুমি আমার রিক্ততা
       তবু হেরে গেছি বারবার
অকৃতজ্ঞ প্রাণের এ দৈন্য ঘোচাও প্রভু
    পরম আঘাতে নিয়ে আমায়
          তোমার আলোকিত লোকে

 

Category