সৌরভ ভট্টাচার্য
25 May 2017
ছাত্র বলল, সময় না হলে কিছু হয় না স্যার। সে আপনি যতই বলুন।
বললুম, বটে।
ছাত্র বলল, তা না তো কি? আচ্ছা আপনিই বলুন, নিউটন কি করে মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার করেছিল?
আপেল পড়ার গল্পটা আওড়ালাম।
ছাত্র আমার মুখের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগল।
বললুম, তো কি হল?
ছাত্র গম্ভীর মুখে বলল, আপনিই বলুন। নিউটন কি প্রথম ওই আপেলই নীচে পড়া দেখল? আর কিছু ছাড়ুন, জ্ঞান হওয়া ইস্তক সে নিজের হাগু-হিশুও কি নীচে পড়তে দেখেনি? নাকি তা পড়ে আকাশে উবে যেত? কিন্তু ওই যে বললাম, সময় না হলে হয় না। তাই কিনা আপেল অবধি অপেক্ষা করতে হল।
আমি হতভম্ব। বাকিদেরও আক্কেলগুড়ুম। সত্যিই এতবড় দার্শনিক তত্ত্বটার এমন প্রাণ-জল ব্যাখ্যাও হয় তা ধারণার বাইরে ছিল। জয় গুরু!