Skip to main content

অকালে রাণী গেলা
কি দরিদ্র জীবন জিয়ে

নেটিজেন কাঁদি উঠে
ফুকারি ফুকারি হিয়ে 

বলে সবে ওগো রাজা
জাতীয় শোক কর ঘোষণা

পথে ঘাটে পর্দা টাঙি
হউক "ক্রাউন" প্রচারণা 

কি নির্লজ্জ বিরাট বাবা
শোকতাপ নাহি মানে

গত রাণীর জাতীয় খেলা
এরই মধ্যে সেঞ্চুরি হানে?

ব্যাট উঁচায়ে আকাশ পানে
কি দম্ভ প্রকাশ করে!

জানে না, আজ বিশ্বশোক?
আকাশ বাতাসে অশ্রু ঝরে? 

ভারতীয় নেটিজেন
আকুলিয়া কাঁদি বলে

বলো ভাই, সদর্পে বলো ভাই
রাণী ও রাণীর নাতিপুতি ছেলেমেয়ে
সবে মিলি আয় কোলে 

সৌরভ নীরবে কহে
  ওগো, ভারত ভাগ্যবিধাতা

একি দেখি, একি শুনি?
   ইহা আদিখ্যেতা না উদারতা?
 

Category