সৌরভ ভট্টাচার্য
22 October 2014
প্রকৃতির চেয়ে নীরব শ্রোতা আর কে আছে?
তার যত কাছে যাবে
সে তত গভীরে নিয়ে যাবে তোমায়।
যেতে যেতে যেতে, তুমি হারিয়ে ফেলতে পারো নিজেকে।
আবার ফিরেও আসতে পারো ইচ্ছা হলে,
দু আঁচলা শুদ্ধ জল মুখে ছিটিয়ে।
স্নিগ্ধ সুখে ফেরার পথে ভয় পেয়ো না-
"এ পথ যদি হারিয়ে ফেলি!" ভেবে, হারাবে না।
প্রকৃতির সাথে যোগ তোমার,
'তুমি' হওয়ারও বহু শতাব্দী আগে
সে সম্পর্কে তোমার জন্মগত অধিকার।
তবে তার উপরে নেই তোমার নিঃশর্ত অধিকার - যে ভুলটাই আমরা করে থাকি সচরাচর।
শুধু এইটুকু মনে রেখো।