সৌরভ ভট্টাচার্য
18 February 2017
প্রজাপতি চাইল মধু।
ফুল বলল, নাও।
প্রজাপতি বলল, মূল্য কি দেব?
ফুল বলল, এ মধু সঞ্চিত মাটির রস, দিবাকরের আশিস আর পরিমলের স্পর্শে। আমার বক্ষদেশ হয়েছে নিমিত্ত মাত্র সে সুধা সঞ্চয়ের। এ সুধা এ ধরিত্রীর। তুমি নাও। তোমার পায়ের সাথে যাবে আমার রেণু। অন্য ফুলে বসবে যখন, সে সঞ্চারিত হবে পুলকে, তুমিও তখন নিমিত্তমাত্র। যে প্রাণ প্রবাহের গতি এ বিশ্বলোকের, তাতে তুমি আমি কে? রক্ষক ও ধারক মাত্র। দাবী কোরো না, দান করো বিনা গর্বে। মান চাই না, তিলমাত্র স্থান চাই এ জগত সংসারে সেবকের। ধন্য আমি তাতেই।
(ছবিঃ সমীরন নন্দী)