Skip to main content


===
প্রজাতন্ত্র প্রজাতন্ত্র
    বলো তুমি কার?
যাদের পাছায় নরম গদি?
নাকি যারা ধুলোয় একাকার? 

প্রজাতন্ত্র প্রজাতন্ত্র ডাকে মায়
প্রজাতন্ত্র লুটে কারা খায়? 
গুলি লাঠিতে দাঁড় বায়
প্রজাতন্ত্র তুই ঘরে আয় 

কৃষক গেল অধিকার চাইতে
শাসক ঘরের কূলে
প্রাণ নিয়ে গেল নিষ্ঠুর শাসক
ভরসা নিয়ে গেল তুলে



===
উকিল বিচারক সবাই মিলে
বিচার ফেঁদেছে
ঢাকা স্তনে হাত বুলালে
মিথ্যা ধর্ষণ বলেছে
দুই ধারে দুই চামড়া ছুঁলে
ধর্ষণ হয়েছে
কে দেখেছে কে দেখেছে?
জাজে দেখেছে
কলম হাতে ধর্ষণের
নতুল ফাজলামি লিখেছে

Category