সৌরভ ভট্টাচার্য
2 November 2016
যেন খুব আলাদা কিছু বলার ছিল
আলাদা শব্দে,
আলাদা ভাবে,
আলাদা সুরে
বলতে গিয়ে বেরোলো সেই চিরাচরিত ধারা-
একই শব্দে
একই ভাবে
একই সুরে
হতাশ হলাম? না তো!
(ভেবেছিলাম হব)
চাহনিতেই তো ভুলিয়ে দিল সব
প্রাচীন কথা, প্রাক কালিদাস থেকে
নতুন করে বলা
সেই তো ভালোবাসা
নতুন কথা নতুন করে বলা
সে তো মিথ্যার জাল বোনা!