Skip to main content

ওই শুকনো ফুলটার দিকে তাকাও
    দেখো, কোনো প্রজাপতি, কোনো মৌমাছি
    ওর ধারপাশ দিয়েও ঘেঁষে না।
       ভালো করে খুঁজলে কটা কীট পেলেও পেতে পারো।

কারণ ফুলটা এখন বৃদ্ধ।
     তোমার আশেপাশে অনেক প্রজাপতি, মৌমাছি এখন
 তাদের ডানার মৃদুগুঞ্জনে মুখরিত তোমার সকাল-সন্ধ্যা-নিশি
   মনে রেখো, ওরা ফোটা তরুণ ফুলের যাচক
         তোমার নয়।
    তোমায় ঘিরে যে যৌবন সাজ
        তার আমন্ত্রণে তোমার আঙিনায় ওরা
    তোমার জন্য না - মনে রেখো।

তা বলে তাড়াবে ওদের?
   না তো! তাড়িও না
  আবার চেয়ো না ওদের দু'হাত প্রসারিত করে
       রিক্ত হবে মধুহীন হলে

তবে কি সন্ন্যাসী হবে?
    কখনো না।
ঈশ্বরকে খুঁজে পায়নি কোনোদিন কেউ
    পেয়েছে নিজেকে।

কার্য-কারণ সূত্রে বাঁধা কঠিন শৃঙ্খল এ জীবন
      মাঝে মাঝে খাম-খেয়ালি দক্ষিণ হাওয়ার চমক
    এর বেশি যদি চাও - হতাশার উষ্ণ শ্বাসে রুক্ষ হবে প্রাণ
        তার চেয়ে যা পেয়েছি তাই বা কম কি!

Category