Skip to main content

কেউ বিপদে ফেলে বলেছিল -
            দেখ কেমন লাগে
কেউ বিপদে দেখে বলেছিল -
কাজ আছে ভাই আসি
সব ঠিক হয়ে গেলে একটা মিসড কল দিস
             চলে আসব
কেউ বিপদে শুনেই বলেছিল -
       আসছি রে শালা, ঘাবড়াস না
এরা সবাই আমার চারদিকে
         এরা সবাই অপরিহার্য
ভুল বুঝবেন না প্লিজ, 
এরা কেউই চূড়ান্ত খারাপ-ভাল নয়
কারণ এরা কেউই সবার ক্ষেত্রে এক চরিত্রে নয়

Category