Skip to main content


----
অভ্যাসের পর অভ্যাস পলি পড়ে গেছে
মেয়েটার বিয়ের ষোলো বছর পর মনে হয়
  শূন্য খাঁচায় দুটো মৃত শরীর বাসা বেঁধে আছে

তবু পলি সরিয়ে, পলি সরিয়ে যখন জাগে কারোর চোখ
মেয়েটা বাজার থেকে পলি কিনে আনে,
ভাঙা ডানাকে বলে - চোপ


------
বউটা নিয়ম করে ওষুধ ভোলে
   ভোলায় যেন ভুল না হয়
বাঁচতে গিয়ে অনেক হয়েছে ভুল
   মরার হিসাবে যেন ভুল না হয়

Category