সৌরভ ভট্টাচার্য
21 February 2022
পলাশ বিছানো রাস্তা
এত পলাশ
এত পলাশ
এত পলাশ
ভক্ত কিছু পলাশ মাড়িয়ে গেল মন্দিরের দিকে
মাতাল কিছু পলাশ মাড়িয়ে ঢুকল সুরাখানায়
কামনায় পুড়তে পুড়তে
শরীরের ঘ্রাণ খুঁজতে খুঁজতে
কিছু পলাশ মাড়িয়ে
কেউ কেউ গেল
কোনো নিষিদ্ধ গলির অন্ধকারে মিশে
আরো কিছু পলাশ দলে গেল
আরো কিছু নেশায় চলা পা
পরিচয় গোপন করে
পাগল ফিরছিল খাবার খুঁজে এ রাস্তা, সে রাস্তা
হঠাৎ এদিকে এসে
চীৎকার করে শুয়ে পড়ল মাটিতে হাত পা ছড়িয়ে
বলল, কে খুন করে গেল
এত রক্ত কেন?