sumanasya
29 April 2024
প্লাস্টিকের ফুল কহে সূর্যের আলোকে
কী কারণে ঘাড়ে আসি পড়ো নিজ হতে
সর্বাঙ্গ জ্বলিয়া যায়, সুখ নাহি পাই
কী যে সুখ তোমাতে ওরা পায় বুঝি নাই
আমি চাহি রাতদিন রহিতে রঙীন
ধুলোবালি নাহি লাগে, নাহি হই দীন
যুগ যুগ ধরি রহি এমনই উজ্জ্বল
ফুটিয়া ঝরিয়া যাওয়া, উহাতে কী ফল?
গোলাপের পাপড়ি এক, আছিল ঝরিয়া
সূর্যের আলোকে মাখি শীর্ণ তনু লইয়া
সে কহিল ক্ষীণস্বরে, সুকোমল ভাষে
অশ্রুর সহিতে যবে বৃষ্টিবারি মেশে
কেবা কোন বারি কেহ বাহিরে না বুঝে
চিত্ত কেবল জানে কেবা আসে হৃদি যুঝে
আসল নকল ভাই, সাজ নাহি জানে
এ শুধু চিত্ত বুঝে স্বালোকিত প্রাণে