সৌরভ ভট্টাচার্য
7 April 2017
নতুন পিচ ঢালা রাস্তায় হাঁটতে নেই
রাস্তার দুপাশে লাল কাপড় দেওয়া থাকে,
দু'একজন তবু অবাধ্য হয়। অ-সভ্য হয়।
জানতাম। হাঁটে গোঁয়ারের মত।
ভবিষ্যতে ছাপগুলো থাকে গোঁয়ার্তুমির।
গরম নরম পিচে কত পায়ের ছাপ এখন
ছাপগুলো থেকে যাবে
সময়ের স্রোতে ধুলো ঢাকা হবে ধীরে ধীরে
কেউ কোনোদিন ধুলো সরিয়ে দেখবে
ধিক্কার দেবে, লজ্জা পাবে
কেউ কেউ তাও পাবে না
তারা তখনও গরম পিচের খোঁজে
আসলে যারা দুর্বলের মত সাহসী
তারা চিরটাকাল নরম কিছুই খোঁজে
আঁচড় রাখবে বলে
নারীর নরম শরীর, শৈশবের নরম মাথা,
এমন কত নরম পিচ ঢালা রাস্তার বায়না ওদের