সৌরভ ভট্টাচার্য
12 October 2016
দীর্ঘ না অল্প পথ সামনে
জানি না।
ধুলোয় নিজের পায়ের ছাপ মিলাতে দেখেছি কতবার, অতীতে।
সামনের পথটাতেও সে ছাপ থাকবে না জানি
আমি হেঁটে যাওয়ার পর।
অভিমান হয় খুব
তবে এত আয়োজনের কি খুব দরকার ছিল?
হ্যাঁ গো, কিসের গন্ধ এলো নাকে?
হাসনুহানা ফুটেছে কি কোথাও?!