Skip to main content

 লোকটা মিছিমিছি ভীষণ ভয় পেয়ে গেল।

এতটাই ভয় পেয়ে গেল যে তাকে ঘিনঘিনে হিংসা রোগে ধরে গেল।

এতটাই হিংসা রোগে ধরতে শুরু করল যে যখন তখন রেগে থাকতে শুরু করল।

এতটাই রাগ করতে শুরু করল যে ভালোমন্দ জ্ঞানগম্যি গুলিয়ে গেল।

এমনই গুলিয়ে গেল যে নিজের হাত-পা-চোখ-নাক-কান-বুদ্ধি সব নিজেই কচকচ করে চিবিয়ে খেতে শুরু করল।


  ব্যস! আর কি গল্প বাকি থাকে?

নিজেকে খেতে খেতে নিজেই ফুরিয়ে গেল লোকটা একদিন।

 

Category