Skip to main content
একটা ছোট্ট ফুলঝুরি নিয়ে 
বেসামাল হয়ে খেলতে খেলতে
সারা শহরে লাগালে আগুন।
এখন অবাক হয়ে ভাবছ-
কি বিপুল ক্ষমতা আমার!
 
মূর্খ তুমি!
না চিনলে নিজেকে, না আগুনকে।