সৌরভ ভট্টাচার্য
11 November 2019
একটা ফড়িং ছাদে ঠোক্কর খেতে খেতে উড়ছে।
সকালবেলা, বুঝলাম, ব্যাটা নিশ্চয় জানলাটা বা দরজাটা দেখতে পাচ্ছে না, রাতে কখন এসে ঢুকেছে।
আমি জানলা দরজা হাপাট্টা করে খুলে ধারে এসে দাঁড়ালাম, পাখাটা বন্ধ করলাম, যাতে কাটা অন্তত না পড়ে। অপেক্ষা করতে লাগলাম। সে ঠোক্কর খেয়ে ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে।
খানিকবাদে দেখলাম, শুধু আমি না, দেওয়ালে টাঙানো রামকৃষ্ণ পরমহংসদেবের ছবির পেছন থেকে একটা টিকটিকি বেরিয়েও অপেক্ষা করছে, যে সাধারণত দিনের বেলায় বেরোয় না।
ঠাকুরের দিকে তাকালাম, জিজ্ঞাসা করলাম, কি হবে?
তিনি মুচকি হেসে বললেন, "মায়ের ইচ্ছা, আমি কি জানি, জানলা দরজা খুলে দিলেই কি আর সবাই বেরোয় রে শালা, ওই টিকটিকির পেটে গিয়েই পড়ে।"