Skip to main content
 
 
 
পলাশ আর যা হোক, ন্যাকা নয়
তোমার আদিখ্যেতায় ওর রঙ ম্লান হয় লজ্জায়
এত বিশাল রুক্ষ মাটিকে সে একলা রাঙিয়েছে
        দেখোনি?
 
পলাশ আর যা হোক মিথ্যুক নয়
তোমার কপট মুগ্ধতায় ওর পাপড়ি সঙ্কুচিত হবে
তুমি ফিরে এসো
তোমার শৌখিনতা অত রুক্ষতায় বড় বেমানান
 
পলাশ আসলে আদিবাসী
তুমি জোর করে ছিনিয়ে এনেছ পূজার ঘটে
    তোমার পেলব, মসৃণ, ব্যভিচারী খোঁপায়
 
ওর নাভিশ্বাস উঠছে
  তুমি ওকে শুষ্ক, রুক্ষ বসন্তের হাতে ছেড়ে দাও
    তুমি ফিরে যাও
   তোমার শীততাপ নিয়ন্ত্রিত শৌখিন বসন্তে বাজুক রবিশংকরের বসন্ত
       হঠাৎ মাদল চাইলে কেন?
 
(ছবি - জয়দীপ)
 

Category