সৌরভ ভট্টাচার্য
7 December 2016
মাঝখান থেকে হঠাৎ করে
কাউকে কিছু না বলে
উঠে যাব ভাবছিলাম
যেতেই তো পারি
জানি, যাওয়াটা কিছু চোখ এড়াতো না
ভুলে যেত ওরাও -
এখানে কখনো কেউ বসেছিল,
যেমন সবাই ভুলে যায়
আমিও কি ভুলিনি কত শূন্যস্থান!
যেতে গিয়েও ফিরে এলাম
বিশ্ব-সংসারে তাতে তিলমাত্র পার্থক্য হবে না জানি
তবু কেন ফিরে এলাম?
উঠতে গিয়ে মনে হল -
যে যন্ত্রণা, ব্যর্থতার স্বাদ আমার আত্মার
তা কি এতই তুচ্ছ?!
আত্মার অমরত্ব আছে কি না জানি না,
হয় তো আছে, হয় তো নেই
তবু এই মাটিতে এর কোনো মূল্য নেই?
আর কারোর কাছে না থাক
অন্তত আমার কাছে?
আছে আছে আছে
বিশ্ব সংসারে সব চাইতে তুচ্ছ যে আসন
সে আসনের স্পর্শে স্নাত হল অন্তরাত্মা
পবিত্র হলাম ধুলোতে
চূড়ার চোখ ধাঁধানো আত্মমোহে নয়
আত্মদানে, একান্ত গোপনে