Skip to main content

তোমাকে ডাকিনি তো!

বাড়ির উঠানে লাল শিমুলকে দেখছে অভিমান 
   বন্ধ ঘরের অন্ধকারে জানলার পাশে বসে

 কখন এলে বিষাদ?
    তোমায় ডেকেছিলাম কি?

প্রেম হেঁশেল থেকে ঘেমেনেয়ে বড় দীঘির দিকে গেল
    ওর শাড়িতে হলুদ আর পোড়া কাঠের গন্ধ

  বিষাদ তুমি ফিরে যাও
  আমার সব জেদ, সব শর্ত শালিখ-কাকে খুঁটে খেয়েছে
    আমায় সরু স্বচ্ছ জলের নালার মত একটা জীবন বাঁচতে দাও

   বিষাদ তুমি ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও

Category