Skip to main content
একটাও শব্দ কোরো না
চুপচাপ এসো

কারা যেন জেগে যাবে
কারা যেন বলে উঠবে - কে ও?

চুপিচুপি এসো 
ওরা কারা আমিও জানি না
তুমিও জানো না

ওরা ওরাই
তুমি এসো, চুপিচুপি এসো


Category