Skip to main content

তুমিও জানো আমি পার্ফেক্ট নই। আমিও জানি তুমি পারফেক্ট নও।

    তবু আমি ভয় পাই যদি তুমি পার্ফেক্ট হয়ে থাকো। তুমি ভয় পাও আমি যদি পার্ফেক্ট হয়ে থাকি।

    অগত্যা তর্ক করে আমি আমার ভয় আর তোমার ভান ভাঙাতে চাই।

    তুমি তোমার ভয় আর আমার ভান ভাঙাতে চাও।

    তর্ক চলতেই থাকে। সত্য অবধি পৌঁছানো যায় না। কি করে যাবে? শুদ্ধ তর্কের শুরুতেই মেনে নিতে হয় দু'পক্ষকেই আমরা কেউ পারফেক্ট নই। তারপর যেটা শুরু হয় সেটা হল উৎকর্ষতার খোঁজ।

    আমাদের এই অতি সংকটের সময় সবাই সেই খেলায় মেতে উঠেছে, এ পক্ষ বলছে ও পারফেক্ট নয়, সে পক্ষ বলছে এ পারফেক্ট নয়। কিন্তু কেউই বলতে চাইছে না, আসলে আমরা কেউই পারফেক্ট নই, আসুন না আলোচনা করে একটা সঠিক সুরাহা বার করা যাক। মানে যাকে বলে উৎকর্ষ সিদ্ধান্তের খোঁজ। পারফেক্ট ইউটোপিয়ান ভাবনা নয়।