গতকাল এক ভয়ানক স্বপ্ন দেখে ঘেমে নেয়ে উঠলাম। আসলে শুতে যাওয়ার আগে বেশ কিছু তত্ত্বজ্ঞানী গুরুঠাকুরের পেজ, গ্রুপ, তথা জীবিত দুর্লভ প্রতিভার লেখা পড়ছিলাম। সেখানে স্পষ্ট করে তারা সব প্রমাণ করে দেখিয়েছেন যে সূর্যগ্রহণের সময় সূর্যের বিষাক্ত রশ্মি এসে খাদ্যকে সব কিভাবে বিষাক্ত করে তোলে।
আমি এইসব বিষয়ে তর্কে যাই না। খানিক ভয় খাই। পরিবেশ বিদ্যায় বায়োম্যাগনিফিকেশানের তত্ত্ব আছে। ভয় পাই মূর্খামি ম্যাগনিফিকেশানের।
তো স্বপ্ন দেখি কি, হাস্পাতালে হইহই পড়ে গিয়েছে। কেন? কোনো কোনো চিকিৎসক নাকি বলছেন সূর্যগ্রহণের সময় সব রুগীর স্যালাইন, রক্ত, অক্সিজেন সব খুলে দাও। ওই সময় বিষাক্ত রশ্মি এসে রক্তে ঢুকে যাবে আর সব সংস্কার নষ্ট হয়ে যাবে। প্রাণে তো মরবেই, বর্ণাশ্রম অবধি উল্টেপাল্টে যাবে জিন মিউটেশানে। শেষে সমাজ রসাতলে যাবে। এখন যা যাচ্ছে তার থেকেও সুপাসোনিক স্পিডে।
ব্যস, সব রুগী ছটফট করছে, আর এদিকে সব চিকিৎসক ঈশ্বরের নাম নিতে নিতে ঘুলঘুলি দিয়ে আকাশের দিকে তাকিয়ে।
কি ভয়ানক স্বপ্ন না? হুম, বেশ ভয়ানক। ভাগ্যে এ সব সত্য নয়। পেট গরমের তত্ত্ব।