সৌরভ ভট্টাচার্য
24 October 2017
- যতদিন পড়াশোনা করেছেন, কটা পাঠ্য বই মহিলা লেখকের পেয়েছেন?
- যতজন বিজ্ঞানী, সাহিত্যিক, দার্শনিক ইত্যাদি আজ অবধি সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছেন পুরোধা হিসেবে তার কত শতাংশ মহিলা?
- ঈশ্বরের অবতারেরা শুধু পুরুষই হন কেন?
- শুধু মাত্র অভিনয় আর কিছুটা গানে নৃত্যে মহিলা শিল্পীর নাম বলতে পারা যায় এক নিঃশ্বাসে অনেকগুলো, বাকি ক্ষেত্রে এমনকি যে অভিনয়ের উল্লেখ হলেও, সেই মহলে পরিচালকের নাম বলতে বলা হলে এবং বিজ্ঞান, সাহিত্যে, ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে কয়েকটা মহিলা নামের পর তোতলাতে হয় কেন?
- এগুলোর কি শুধুই একটি মাত্র ব্যাখ্যা- পুরুষতান্ত্রিক সমাজ?