Skip to main content

তুমি বারবার একটা ঘষা কাঁচের সামনে দাঁড়িয়ে

নিজের মুখ দেখতে চাইছ

ভাবছ কোনো একদিন ঘষা কাঁচটায়
      নিজের প্রতিফলন দেখতে পাবে

            ভালোবাসায়

আমি একটা গল্প জানি

এক মেয়ে, বউ হয়ে
   মা হল
ঘষা কাঁচটার সামনে দাঁড়াতে দাঁড়াতে
      ঠোক্কর খেতে খেতে

তারপর একদিন,
   বৈদ্যুতিক চুল্লীর আগুন
       মেয়েটাকে যখন ডাকল

"আয়"

মেয়েটা ঘষা কাঁচ আর কিছুটা বোকামি
    মাটিতে রেখে বলল,

  "আসছি"
 
ততদিনে তার ভালোবাসাটা
   ঠোক্কর খেতে খেতে পাথর

ঘষা কাঁচ কোনোদিন জানতে পারেনি
      পাথর হওয়ার গল্পটা

Category