সৌরভ ভট্টাচার্য
1 September 2019
তুমি বারবার একটা ঘষা কাঁচের সামনে দাঁড়িয়ে
নিজের মুখ দেখতে চাইছ
ভাবছ কোনো একদিন ঘষা কাঁচটায়
নিজের প্রতিফলন দেখতে পাবে
ভালোবাসায়
আমি একটা গল্প জানি
এক মেয়ে, বউ হয়ে
মা হল
ঘষা কাঁচটার সামনে দাঁড়াতে দাঁড়াতে
ঠোক্কর খেতে খেতে
তারপর একদিন,
বৈদ্যুতিক চুল্লীর আগুন
মেয়েটাকে যখন ডাকল
"আয়"
মেয়েটা ঘষা কাঁচ আর কিছুটা বোকামি
মাটিতে রেখে বলল,
"আসছি"
ততদিনে তার ভালোবাসাটা
ঠোক্কর খেতে খেতে পাথর
ঘষা কাঁচ কোনোদিন জানতে পারেনি
পাথর হওয়ার গল্পটা