sumanasya
26 August 2023
যা কিছু মিথ্যা
ছুঁয়ে কি হবে?
কি হবে অঙ্গে ধারণ করে?
সুখের সঙ্গে বিষ মিশিয়ে কি লাভ বলো?
বিষ মানে তো আত্ম-জাত ভয়!
থাক সে খেলা
বরং যা কিছু মিথ্যা নয়
যা কিছু কেবল কল্পনা
যা কিছু নিছক ভাবনা
যা কিছু অকৃত্রিম
স্বপ্ন-ভেলা
শিশির স্নাত ভালোবাসা
ছিন্নভিন্ন, কিম্বা ঐকান্তিক
দুরভিসন্ধিবিহীন
সত্যের আরাম তারা
সেটুকুই থাক না
পাথেয় হয়ে