Skip to main content



এত দাগ?
সব মনে থাকে পথ?
মনে থাকে সবার কথা?
লাগে না?
 
বুক মাড়িয়ে দাগের পর দাগ...
জানি, পথ জানি
দাগ আমারও তো কম নেই বুকে

বলতে বলতে ধূলো উড়ল
পথের রেখাগুলো হল আবছা

পথ বলল, কালের গতি যে রেখা আঁকে
সে রেখা মোছে নিজের হাতেই
এ আঁকা মোছার খেলায় তুমি আমি কই?
কালের কোলে তুমি আমি স্লেট
যদি বাধা দাও ধরবে চিড়
উদাস থাকো। হবে আলপনা।



---------------------------------------------------
(সমীরণদার তোলা ছবি প্রথম দেখি ফেসবুকে। মুগ্ধ হই। অভিভূত হই। ভয়ে ভয়ে একদিন কিছুটা সাহস সঞ্চয় করে ফ্রেণ্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই। উনি গ্রহণ করেন, আমি ধন্য হই।

ওনার স্নেহ এবং আশীর্বাদ (কিঞ্চিৎ প্রশ্রয়ও আছে) আজ এও সম্ভব করল, ওনার পার্থিবকে অপার্থিব করে তোলা ছবির সাহচর্যে আমার লেখা স্থান পেল। 



আমার বরাবরই মনে হয়েছে ওনার ছবির মধ্যে একটা গল্প থাকে, এক টুকরো কথা থাকে। সব ছবিই ভীষণ মানবিক। কখনো কান্না পায়, কখনো উদাস করে, কখনো ভাবিয়ে তোলে, কখনও বিষ্মিত করে - এভাবেও দেখা যায় ভেবে! আবার মনটা প্রসন্ন করে কখনো ছুটির মেজাজে। 
 
সেই সবই বলার চেষ্টা করা আমার অকিঞ্চিৎকর লেখনীর মাধ্যমে।) 

Category